আগামী বছর পাতলা আইফোন আনবে অ্যাপল

১৮ মে, ২০২৪ ২১:৪৮  

বাজারে নিজেদের স্মার্টফোনের শেয়ার আরও বাড়াতে এবার হালকা-পাতলা ফোন তৈরি করছে অ্যাপল। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মধ্যে এই ফোন বাজারে আসবে বলে দ্য ইনফরমেশন শীর্ষক এক পোর্টালের বরাত দিয়ে এই খববর জানিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়, আইফোনের এই পাতলা মডেলের ফোনের দাম বাজারের বিদ্যমান মডেলগুলোর তুলনায় বেশি হবে, যেমন আইফোন প্রো ম্যাক্সের চেয়ে এর দাম বেশি হবে। আশা করা হচ্ছে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৭ মডেলের সঙ্গে অ্যাপলের এই পাতলা ফোন সেট বাজারে আসবে।

এই ফোনের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ডি ২৩। জানা গেছে, কোম্পানিটি এখনো এই মডেলের ডিজাইন ও অন্যান্য বৈশিষ্ট্য কী হবে, তা নিয়ে গবেষণা করছে। তবে এই ফোনে এ-১৯ হিসেবে পরিচিত অ্যাপলের সবচেয়ে আধুনিক প্রসেসর ব্যবহৃত হতে পারে।

এ বিষয়ে রয়টার্স অ্যাপলের সঙ্গে যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।

ডিবিটেক/বিএমটি